আগামী দু’দিনের মধ্যে বিধাননগর পুরসভা এলাকার সমস্ত বেআইনি হোর্ডিং খুলে ফেলার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার আদালতের নির্দেশ, অবিলম্বে ওই এলাকায় থাকা সমস্ত বেআইনি হোর্ডিং সরিয়ে ফেলতে ফেলতে হবে। কোনও বিজ্ঞাপন সংস্থা হোর্ডিং খুলতে না চাইলে গ্রেফতার করারও নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেবেঞ্চ জানিয়েছে, আগামী দু’দিনের মধ্যে ওই এলাকা থেকে সমস্ত বেআইনি হোর্ডিং খুলে ফেলতে হবে। আদালতের নির্দেশ কার্যকর করে ২০ ডিসেম্বর হাই কোর্টে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে। এর মাঝে কোনও বিজ্ঞাপন সংস্থা হোর্ডিং-বিধি অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে। হতে পারে জরিমানাও।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন