প্রচারে এসে একপ্রকার দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন হিরণ চট্টোপাধ্যায়। খড়গপুর সদরের বিধায়ক এদিন বলেন, "মানুষ আমাদের সঙ্গে আছে। তবে কেন্দ্রীয় সরকার চাইলে আমাদের প্রার্থী জিতবে।" এর পরেই তিনি জানান, কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের জন্য শেষ লোকসভা নির্বাচনে তাঁকে হারতে হয়েছে।
১৩ নভেম্বর উপনির্বাচন হবে রাজ্যের ছ-টি বিধানসভায়। যার মধ্যে রয়েছে মেদিনীপুর বিধানসভাও। বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের হয়ে এদিন প্রচারে এসেছিলেন হিরণ চট্টোপাধ্যায়। বাড়ি বাড়ি লিফলেট বিলি করেন খড়গপুর সদরের বিধায়ক। তারপরেই ক্ষোভ উগরে দেন কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে।
এবারের লোকসভা ভোটে হিরণকে প্রার্থী করেছিল বিজেপি। তৃণমূল প্রার্থী দেবের কাছে হারতে হয়েছে তাঁকে। এদিন হিরণ বলেন, "মানুষ আমাদের সঙ্গেই রয়েছে। কেন্দ্রীয় সরকার ঠিকঠাকভাবে ভোট করাতে পারলেই মেদিনীপুরে আমাদের প্রার্থী জিতবে। রাজ্য পুলিশের উপর ভরসা করে এই ভোটে জেতা যাবে না।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন