বেশকিছুদিন ধরে জল্পনা ছিল।পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স কাদের রিটেন করবে আগামী মরশুমে। বর্তমানে মুম্বইয়ে তারকার অভাব নেই। এমন পরিস্থিতিতে কি সকলকে ধরে রাখা হবে? রোহিত-জসপ্রীতদের পাশাপাশি যাঁকে নিয়ে কথা হচ্ছিল, নিঃসন্দেহে তিনি দলের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। কিন্তু দেখা গেল ১৬.৩৫ কোটি টাকা খরচ করে মুম্বইয়ের তৃতীয় রিটেনশনই তারকা অলরাউন্ডার। দলের হেড কোচ মাহেলা জয়বর্ধনে জানিয়ে দিয়েছেন, আগামী মরশুমেও টস করতে যাবেন হার্দিকই। মুম্বই ইন্ডিয়ান্স ঘোষণা করেছে তারা পাঁচজন খেলোয়াড়কে রিটেন করবে। এঁরা হলেন জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, রোহিত শর্মা এবং তিলক বর্মা। আসলে তিলককে বাদ দিয়ে চার তারকাই দেশের সেরা ক্রিকেটার। নিজ নিজ জায়গায় এঁদের বিকল্প নেই। অন্য কোনও দলে থাকলে এক নম্বর রিটেনশনের দাবিদার এঁরা প্রত্যেকেই। সেই কারণেই তাঁদের ধরে রাখল মুম্বই ম্যানেজমেন্ট।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন