সরকারি কর্মীদের অবসরের বয়স ৬০। বহু বছর ধরেই এই নিয়ম চলে আসছে। তবে সম্প্রতিই এক জল্পনা শোনা গিয়েছে, যেখানে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের অবসরের বয়স নাকি বাড়তে চলেছে। সোশ্যাল মিডিয়াতেও এই খবর ছড়িয়ে পড়ে। শোনা যাচ্ছে, সরকারি কর্মীদের অবসরের বয়স নাকি ৬০ বছর থেকে বাড়িয়ে ৬২ বছর করা হচ্ছে। সত্যিই কি তাই?দাবি করা হচ্ছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের অবসরের বয়স বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় ক্যাবিনেট এই সিদ্ধান্তে স্বীকৃতি দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই পোস্ট নিয়ে জল্পনা-গুঞ্জন শুরু হয়। এর পরে সরকারের তরফে জানানো হল, এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ বছর করা নিয়ে, পিআইবি-র তরফে জানানো হয়েছে, ২০২৩ সালেই লোকসভায় কেন্দ্র জানিয়েছিল যে এই ধরনের কোনও প্রস্তাবনা বিবেচনা করা হচ্ছে না। সুতরাং, অবসরের বয়স বাড়ানোর খবর সম্পূর্ণ মিথ্যা। সম্প্রতি হয়ে যাওয়া ক্যাবিনেট বৈঠক বা সপ্তম পে কমিশনের তরফে অবসরের বয়স বাড়ানোর কোনও প্রস্তাবনা আনা হয়নি বা পর্যালোচনা করা হচ্ছে না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন