সম্প্রতি ভোটের প্রচারে গিয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা। জলগাঁওতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। ভোটের প্রচারে র্যালির মাঝে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। দিন কয়েক আগেই পায়ে গুলি লাগার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই রেশ কাটতে না কাটতেই আবারও অসুস্থ হয়েছেন। এই খবরে উদ্বেগ প্রকাশ করেছেন গোবিন্দার ভক্ত-অনুরাগীরা।
জানা গিয়েছে, ভোটের প্রচারের সময় আচমকাই বুকে ব্যথা অনুভব করেন গোবিন্দা। সঙ্গে সঙ্গে হেলিকপ্টারে মুম্বই নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালেও ভর্তি করা হয়। অতিরিক্ত হাঁটার কারণেই বুকে ও পায়ে ব্যথা অনুভব করেন গোবিন্দা। ভক্তদের উদ্দেশে গোবিন্দা জানিয়েছেন, এখন গোবিন্দা ভালো আছেন। আগের থেকে সুস্থ আছেন। ভয়ের কোনও কারণ নেই। চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন