এবার গৌতম গম্ভীরের বিরুদ্ধে নড়েচড়ে বসছে বিসিসিআই। সূত্রের খবর, নিয়মবিরুদ্ধভাবে বেশ কিছু সুবিধা দেওয়া হয়েছিল গুরু গম্ভীরকে। এবার সেসব বন্ধ করতে চলেছে ভারতীয় বোর্ড। অস্ট্রেলিয়া সফরে ভালো ফলাফল না হলে গম্ভীরকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বোর্ড। এমন খবর পাওয়া গিয়েছে সূত্র মারফত। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক সূত্রের কথায়, বোর্ডের রুলবুকের বাইরে গিয়ে বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল গম্ভীরকে। নিয়ম অনুযায়ী, ভারতীয় দলের কোচরা দল নির্বাচনের বৈঠকে থাকেন না। অতীতে রবি শাস্ত্রী বা রাহুল দ্রাবিড়ের মতো কোচরা কোনওদিন নির্বাচনী বৈঠকে থাকার অধিকার পাননি। কিন্তু প্রথমবার গম্ভীরকে বিশেষ পদ দেওয়া হয় দল নির্বাচনের বৈঠকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের দল বেছে নিতে গম্ভীরের মতামতকে যথেষ্ট গুরুত্বও দেওয়া হয়। কারণ বর্ডার-গাভাসকর ট্রফির গুরত্ব প্রবল। আরেক তরুণ তুর্কি নীতীশ রেড্ডি ভারতের 'এ' দলের হয়ে ইতিমধ্যেই অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন। কিন্তু ব্যাটে-বলে তাঁর পারফরম্যান্স মোটেই ভালো নয়। গম্ভীরের দাবি ছিল হার্দিকের যোগ্য বিকল্প হতে পারেন নীতীশ। সেই জন্যই বর্ডার-গাভাসকর ট্রফির দলে রাখা হয়েছিল। তবে আগামী দিনে আর নির্বাচনী বৈঠকে থাকছেন না গম্ভীর, সেই সিদ্ধান্ত বিসিসিআই চূড়ান্ত করে ফেলেছে বলেই সূত্রের খবর। অস্ট্রেলিয়া সফরের ফলাফল খারাপ হলে গম্ভীরের চাকরি যাবে না, সেই কথাও জোর দিয়ে বলা যাচ্ছে না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন