নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হারের পর সমালোচনার মুখে রোহিত বাহিনী। সফরকারী দল নাস্তানাবুদ করে দেয় রোহিত শর্মাদের। সেই ফল কোচ গৌতম গম্ভীরকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তাঁর নেওয়া সিদ্ধান্ত নিয়েও বোর্ড প্রশ্ন তুলতে পারে। রাহুল দ্রাবিড় কোচ থাকার সময় ঘরের মাঠে ঘূর্ণি পিচ বানানো বন্ধ করে দিয়েছিল ভারত। কিন্তু পুণে এবং মুম্বইয়ে গম্ভীর ঘূর্ণি পিচ বানানোর নির্দেশ দেন। সূত্রের খবর, গম্ভীরের সেই সিদ্ধান্ত দলের অনেকেই মানতে পারেননি। বোর্ডের অনেক কর্তাই সেই সিদ্ধান্ত শুনে চমকে গিয়েছিলেন। তাই গম্ভীর এবং বাকি সাপোর্ট স্টাফদের প্রশ্ন করা হবে আগামী দিনে তারা কী ভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, সেই বিষয়ে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন