বিজেপি নেত্রী তথা বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী রেখা পাত্রকে কুরুচিকর ভাষায় আক্রমণের অভিযোগ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি করেন, হাড়োয়া বিধানসভা উপনির্বাচনের প্রচারে গিয়ে ফিরহাদ রেখা পাত্রকে নিন্দনীয় ভাষায় আক্রমণ করেছেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও অপমান করেছেন ফিরহাদ। তাঁর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন শুভেন্দু।
বুধবার হাড়োয়ায় তৃণমূল প্রার্থী রবিউল ইসলামের সমর্থনে দলীয় জনসভা থেকে বিরোধীদের উদ্দেশে চাঁচাছোলা বক্তব্য রাখেন কলকাতার মেয়র তথা নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ আর বলেন, 'নারী নির্যাতন নিয়ে সারা দেশের কাছে মিথ্যা প্রচার করেছে বিজেপি। সন্দেশখালির নারীদের অসম্মান করেছে বিজেপি। সন্দেশখালিতে আমার এক বন্ধু থাকে। তার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল ক্যানিংয়ে। বিজেপি সন্দেশখালিকে এতটাই কালিমালিপ্ত করেছে যে ক্যানিংয়ের লোকজন বলে, সন্দেশখালির মেয়ে মানে অপবিত্র। তাই তার বিয়ে ভেঙে যায়। তাই তার বাবাও হাঁউ হাঁউ করে কাঁদছে। বসিরহাটের যিনি বিজেপির প্রার্থী ছিলেন, সেই ভদ্রমহিলা কোথায়? এই তো হাজি নুরুলের বিরুদ্ধে কেস করেছিল। হেরো মাল। কয়েক লক্ষ ভোটে হেরে গেল। তারপরে কেস করল। বিজেপি কেস ছাড়া কিছু জানে না।' এর পরেই তিনি প্রধানমন্ত্রীকেও তীব্র ভাষায় আক্রমণ করেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন