বঙ্গে বৃহত্তর বাম ঐক্য দরকার। তবে তা বামফ্রন্টের নামে নয়। বামফ্রন্টের নাম বদলে বৃহত্তর বাম ঐক্যের নতুন নাম দরকার। তবে সেই ফ্রন্টে যোগ দেওয়ার কথা ভাবা যাবে বলে ইঙ্গিত দিলেন সিপিআই (এমএল) লিবারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। আসন্ন ছয় বিধানসভার উপনির্বাচনে নৈহাটির আসনটি নকশালদের ছেড়ে দিয়েছি সিপিএম বা বামফ্রন্ট। সেই পরিপ্রেক্ষিতেই সোমবার দলের রাজ্যদপ্তরে সাংবাদিক বৈঠকে লিবারেশনের সাধারণ সম্পাদককে প্রশ্ন করা হয়। উপনির্বাচনে বামফ্রন্ট সমর্থন করছে তাদের প্রার্থীকে। তাহলে আগামী ছাব্বিশে রাজ্যের বিধানসভা ভোটে লিবারেশন কি বামফ্রন্টে যোগ দেবে। তার জবাবে দীপঙ্কর বলেন, "প্রশ্নটা ভবিষ্যতের উপর ছেড়ে দিতেই পারি। বৃহত্তর বাম ঐক্য দরকার, নতুন নাম (বামফ্রন্ট নয়) দরকার। নামটা বদলে অন্য করতে পারলে ভালো হয়।"
নকশাল-সিপিএম ‘আঁতাঁতেই’ আর জি কর আন্দোলন, সেটাও এদিন কার্যত মেনে নিয়েছেন লিবারেশনের এই শীর্ষনেতা। সিপিএমের সঙ্গে জোট বেঁধে বাংলায় প্রার্থী দিয়েছে তারা। সিপিএম আর নকশালে বিচ্ছেদ হওয়ার পর একেবারে জোট বেঁধে প্রার্থী দেওয়া এই প্রথম। তবে সেই জোটের প্রেক্ষিত যে আর জি কর আন্দোলন এবং নৈহাটির মতো আসন নকশালদের ছেড়ে দেওয়া আদতে যে সিপিএমের তরফে ‘পুরস্কার’, ইতিমধ্যেই সেই অভিযোগও উঠেছে। এই প্রসঙ্গে লিবারেশনের সাধারণ সম্পাদকের বক্তব্য, "যে কেউ যা খুশি বলতে পারেন। বিজেপি একভাবে বলবে, তৃণমূল একভাবে বলবে। তবে যে আন্দোলন ছিল, সেটা অভুতপূর্ব। এই নাগরিক আন্দোলনের মধ্য দিয়ে নতুন রাজনীতির ভাষা তৈরি করেছে। আমরা বাম ঐক্যের চেষ্টা আগেও করেছিলাম। এবার সঠিক প্রত্যুত্তর পাওয়া গিয়েছে। সিপিএম নেতৃত্ব যখন ঠিক করেছে দায়িত্ব নিয়েই করেছে। পশ্চিমবঙ্গে এই বোঝাপড়া নতুন।" বাম-অতিবামরা আর জি কর আন্দোলনে যেভাবে সক্রিয়ভাবে রয়েছে তা এদিন স্বীকার করে নিয়েই দীপঙ্কর বলেন, "সর্বশক্তি দিয়েই আমরা এই আন্দোলনে অংশ নিয়েছিলাম। আমাদের সব ফ্রন্টের কর্মীরা এই আন্দোলনের মধ্যে আছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন