২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু রোহিত বাহিনী। তার অনেক আগে থেকেই সে দেশে ক্রিকেটার পাঠাতে শুরু করেছে ভারতীয় দল। আগে থেকেই অস্ট্রেলিয়ায় ছিলেন অভিমন্যু ঈশ্বরণ, প্রসিদ্ধ কৃষ্ণ ও নীতীশ কুমার রেড্ডি। এ বার সেখানে যাচ্ছেন লোকেশ রাহুল ও ধ্রুব জুরেল। নিউ জিল্যান্ডের কাছে ধাক্কা খেয়েছে ভারত। সেই কারণেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও ঝুঁকি নিতে চাইছে না তারা। অস্ট্রেলিয়া সিরিজ় শুরুর ১৭ দিন আগে সে দেশে যাচ্ছেন রাহুল ও জুরেল। সেখানে অস্ট্রেলিয়া 'এ' দলের বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলছে ভারত 'এ'। প্রথম টেস্টে অভিমন্যু, নীতীশ, প্রসিদ্ধেরা খেলেছেন। দ্বিতীয় টেস্টে তাঁদের সঙ্গে দলে থাকবেন রাহুল ও জুরেল। সিরিজ শুরুর আগে যাতে ক্রিকেটারেরা সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেন সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন