দল ছেড়ে যাওয়া প্রাক্তন নেতা-কর্মীদের দুদিন আগে দলে ফেরার ডাক দিয়েছিলেন প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার। সেই আহ্বানের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই উপনির্বাচনের মুখে দলত্যাগ প্রাক্তন সহ-সভাপতি আবদুস সাত্তারের। বাম আমলের সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী ছিলেন সাত্তার। সেখান থেকে কংগ্রেসে যোগদান। সম্প্রতি প্রদেশ সভাপতি নির্বাচনী দৌড়ে যাঁর নাম একেবারে সামনের দিকে চলে গিয়েছিল, কার্যত এক ‘স্টিং অপারেশনে’ সেই সাত্তারের কংগ্রেস ত্যাগ টেরই পেল না প্রদেশ নেতৃত্ব। যা নিয়ে স্বাভাবিকভাবেই দলের অন্দরে চর্চাও চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টা হয়েছেন ড. আবদুস সাত্তার। সূত্রের খবর, সাত্তারকে সম্প্রতি এই প্রস্তাব দেওয়া হয়। মঙ্গলবার সকালে এনিয়ে তাঁর চূড়ান্ত মত চাওয়া হয়। তিনি রাজি হন। তার পরপরই সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। সেই ইস্তফাপত্র প্রদেশ কংগ্রেসে পাঠিয়ে প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারকে সাত্তারের দলত্যাগের খবর জানানো হয়। তার পর সাত্তারের সঙ্গে যোগাযোগ করে তাঁর সঙ্গে মুখোমুখি কথা বলতে চেয়েছিলেন শুভঙ্কর। কিন্তু সাত্তার জানিয়ে দেন তিনি সরকারি উচ্চপদের প্রস্তাব পেয়েছেন, তা গ্রহণও করছেন। তার পরও তাঁর দলত্যাগ আটকাতে চেষ্টা করেন প্রদেশ সভাপতি। কিন্তু তার কিছুক্ষণের মধ্যে দুপুরেই সরকারি নির্দেশিকা তৈরি হয়ে যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন