২০২৫ একইদিনে শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা। কবে? ১৫ ফেব্রুয়ারি। এই প্রথম পরীক্ষার ৮৬ দিন আগেই পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে দিল CBSE। দশম শ্রেণির বোর্ড পরীক্ষা চলবে ১৮ মার্চ পর্যন্ত, আর দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা ৪ এপ্রিল পর্যন্ত। আজ, বুধবার রাতে প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রুটিন। বোর্ডের কন্ট্রোলার স্যান্যাম ভরদ্বাজ জানিয়েছেন, 'দুটি বিষয়ের পরীক্ষার মধ্যে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। কমপক্ষে ৪০,০০০ সাবজেক্ট কম্বিনেশনকে মাথায় রেখে বোর্ড পরীক্ষায় রুটিন তৈরি করা হয়েছে, যাতে কোনও পড়ুয়ার নেওয়া দুটি বিষয়ের পরীক্ষা একইদিনে না পড়ে।' এদিকে ক্লাস নাইন থেকে ওপেন-বুক এগজামিনেশন' ব্যবস্থা চালুর কথা ভাবছে CBSE। কীরকম? এই ব্য়বস্থা চালু হলে পরীক্ষায় বই দেখেই উত্তর লিখতে পারবে পড়ুয়ারা। উচ্চশিক্ষার ক্ষেত্রে পাশ্চাত্যে এইরকম পরীক্ষাব্যবস্থা অনেক দিনই আছে। এবার এদেশেও 'সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন'নিয়ে আসছে এই 'ওপেন-বুক এগজামিনেশন' সিস্টেম।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন