এদিন জশপ্রীত বুমরাহ পারথ টেস্টে ভারতের কিছুটা হলেও স্বস্তির জায়গায় রেখেছে। অবশ্য শুধু এই টেস্ট কেন, ক্রিকেটের যে ফরম্যাটই হোক না কেন, বুমরাহর বিকল্প পাওয়া ভার। এদিন যেমন চার উইকেট পাওয়ার সঙ্গে সঙ্গে পরিকল্পিত নেতৃত্বও করলেন। তার পর নেটদুনিয়ায় প্রশংসার ঝড় বুমরাহকে নিয়ে।
প্রথম ইনিংসে ভারতের ইনিংস থেমে যায় মাত্র ১৫০ রানে। কেএল রাহুল, ঋষভ পন্থ, আর সদ্য অভিষেক হওয়া নীতীশ কুমার রেড্ডি ছাড়া কেউই রান পাননি। স্বাভাবিকভাবে ফিরে আসছিল ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকামের স্মৃতি। সেই ভয় যে কমেছে, তার নেপথ্যে বুমরাহর নেতৃত্ব ও বিধ্বংসী বোলিং। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের তখন তৃতীয় ওভার। বুমরাহর বলে এলবিডব্লু হলেন ন্যাথান ম্যাকসুইনি। সেই শুরু। তার পর একে একে উসমান খোয়াজা, স্টিভ স্মিথ, প্যাট কামিন্সকে প্যাভিলিয়নের রাস্তা দেখালেন ভারত অধিনায়ক। তাঁর সুইংয়ের সামনে দিশাহারা দেখাল অজি ব্যাটিংকে। দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৭ উইকেট হারিয়ে ৬৭। বুমরাহর বোলিং দেখে সোশাল মিডিয়ার বক্তব্য, ম্যালকম মার্শালের পর এরকম পেসার দেখিনি। তাঁর ধারেকাছে কেউ নেই। হর্ষ ভোগলে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘'ব্যাটাররা এখন বুঝেই উঠতে পারছেন না, কীভাবে বুমরাহকে খেলা উচিত।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন