বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ। খুন করা হতে পারে ভাটপাড়ার প্রাক্তন সাংসদ অর্জুন সিংকেও। আর তা বিদেশ থেকে বিষাক্ত স্প্রে আনা হচ্ছে। বৃহস্পতিবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন খোদ অর্জুন সিং-ই। ভাটপাড়া পুরসভায় আর্থিক তছরুপের অভিযোগে অর্জুন সিংকে আগেই নোটিশ দিয়েছিল সিআইডি। এদিন সকাল ১১টার মধ্যে তাঁর ভবানী ভবন পৌঁছনোর কথা। সময়ের মধ্যে তিনি পৌঁছেও যান। এদিন সকাল ১০টা নাগাদ জগদ্দলের বাসভবন থেকে রওনা দেওয়ার সময় বিস্ফোরক দাবি করলেন তিনি। অর্জুনের দাবি,"তৃণমূলের বিরোধিতা করলেই টার্গেট করা হচ্ছে।" এর পরই খুনের ষড়যন্ত্রের অভিযোগ করলেন তিনি। ভাটপাড়ার প্রাক্তন সাংসদের কথায়, "অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, মতো আরো চারজন বিজেপি নেতৃত্বকে প্রাণে মেরে ফেলতে চাইছে রাজ্য সরকার। রাশিয়া থেকে একটি রাসায়নিক বিষ জাতীয় জিনিস দিয়ে আমাদের মারার চক্রান্ত করা হচ্ছে।" এর পর তাঁর আরও বিস্ফোরক দাবি,"আজ সিআইডির মুখোমুখি হচ্ছি। যদি আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে আমার মাল্টি অর্গান ফেলিওর হয় তাহলে তার দায় রাজ্য সরকার ও প্রশাসনের।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন