বীরভূমে শনিবার বৈঠকে বসেছিলেন অনুব্রত মণ্ডল এবং কোর কমিটির সদস্যরা। অনুব্রত বীরভূমে ফিরার পরে এই প্রথম একসঙ্গে বৈঠকে অনুব্রত মণ্ডল-কাজল শেখ! বৈঠক নিয়ে প্রথম থেকেই উত্তেজনা ছিল চরমে। বৈঠক শেষে কোর কমিটিতে সঙ্গে যুক্ত হল অনুব্রতর নাম।
বৈঠকের প্রধান আকর্ষণ ছিল বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং অনুব্রতর মেলবন্ধন। এদিন বৈঠক শেষে কাজল শেখের মুখে শোনা গেল অনুব্রতর বন্দনা, সেই সঙ্গে একসঙ্গে চলার বার্তা। কাজল শেখ এদিনের বৈঠকের পরে বলেন,"কেষ্টদা আমার রাজনৈতিক গুরু, রাজনৈতিক অভিভাবক। তাঁর হাত ধরেই রাজনীতিতে আসা, কোথাও কোনও দ্বন্দ্ব নেই, একসঙ্গে কাজ করতে হবে, একসঙ্গে চলব।"
দু’দিকে তিনজন করে কোর কমিটির মোট ছয় সদস্য অনুব্রতকে মধ্যমণি করে বসেছিলেন। সম্পূর্ণ বৈঠকে যদিও অনুব্রত স্বল্প সময়ে কথা বলেন। তিনি বলেন, "তোরা ৬ জন ছিলি, আমায় নিয়ে ৭ জন হল। নিচু তলায় কাজ করা বেশি প্রয়োজন। তোদের সঙ্গে মিলে দলের উপরমহল যে রকম সিদ্ধান্ত নেবে সেই রকম কাজ করব।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন