ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্কের সমীকরণ নিয়ে জল্পনার শেষ নেই। গত বছরের থেকে গুঞ্জন তাঁরা নাকি আলাদা হতে চাইছেন। যদিও এই প্রসঙ্গে দু-জনেরই মুখে কুলুপ। এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি কোনও তরফেই। বিভিন্ন সময়ে কিছু ইঙ্গিত মিলেছে শুধু। তাতে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। এ বার এক ধাপ এগিয়ে পদক্ষেপ করলেন ঐশ্বর্যা। সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানে পরিচিতি অংশে নিজের নামের পাশ থেকে মুছে দিলেন 'বচ্চন' পদবি। বিশ্বের কাছে ফের শুধু ঐশ্বর্যা রাই নামেই পরিচয় দিলেন নিজের। তাতেই সন্দেহ দানা বেঁধেছে।
দুবাইয়ের অনুষ্ঠানে ঐশ্বর্যকে একটি রুপোলি কাজ করা নীল গাউনে দেখা যায়। খোলা চুলে মঞ্চে উঠেছিলেন অভিনেত্রী। অনুষ্ঠানের সময় অভিনেত্রীর পিছনে থাকা স্ক্রিনে ফুটে ওঠে তাঁর নাম— ঐশ্বর্যা রাই, আন্তর্জাতিক তারকা। বিয়ের পর থেকে সরকারি ভাবেই নামের পাশে 'বচ্চন' পদবি ব্যবহার করতেন ঐশ্বর্যা। সেই পরিচিতিতে পরিবর্তন হওয়ায় ফের উঠছে অভিষেকের সঙ্গে বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ। অতীতে যখন তাঁকে শুধু ঐশ্বর্যা রাই বলে সম্বোধন করা হয়েছে, নিজেই সংশোধন করে দিয়ে জানিয়েছেন, তিনি ঐশ্বর্যা রাই বচ্চন। এ বার চোখের সামনে নিজের বিয়ের আগের পদবি পর্দায় ফুটে উঠতে দেখেও আপত্তি জানাননি প্রাক্তন বিশ্বসুন্দরী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন