ঘরের মাঠে নিউ জিল্যান্ডের কাছে ০-৩ চুনকামের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় খানিকটা পিছিয়ে পড়েছিল ভারত। দ্বিতীয় স্থানে নেমে গিয়েছিল তারা। শীর্ষে উঠেছিল অস্ট্রেলিয়া। পারথে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেই পয়েন্ট তালিকায় আবার সকলের উপরে উঠে এল ভারত। অস্ট্রেলিয়া নেমে গেল দ্বিতীয় স্থানে। ১৫টি টেস্টর মধ্যে ন-টি টেস্ট জিতেছে ভারত। পাঁচটি হেরেছে তারা। একটি ড্র হয়েছে। ভারতের পয়েন্ট ১১০। তাদের পয়েন্টের শতাংশ ৬১.১১। এই পয়েন্টের শতাংশের উপর নির্ভর করেই শীর্ষে থাকা দুই দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে। আগের দু-বারই ফাইনাল খেলেছে ভারত। এ বারও সেই সুযোগ রয়েছে তাদের।দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া ১৩টি টেস্টের মধ্যে আটটি জিতেছে ও চারটি হেরেছে। তাদেরও একটি টেস্ট ড্র হয়েছে। অস্ট্রেলিয়ার পয়েন্ট ৯০। পয়েন্টের শতাংশ ৫৭.৬৯। অস্ট্রেলিয়ার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে আরও তিনটি দল। তিন নম্বরে থাকা শ্রীলঙ্কার পয়েন্টের শতাংশ ৫৫.৫৬। চার নম্বরে রয়েছে নিউ জিল্যান্ড। ভারতকে হারিয়ে তাদের পয়েন্টের শতাংশ বেড়ে হয়েছে ৫৪.৫৫। পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্টের শতাংশ ৫৪.১৭।
ভারত ও অস্ট্রেলিয়া প্রথম দুই স্থানে থাকলেও তারাই যে ফাইনাল খেলবে তার কোনও নিশ্চয়তা নেই। কারণ, নিউ জিল্যান্ড সিরিজের আগে ভারতের পয়েন্টের শতাংশ ৭০-এর বেশি ছযে। পর পর তিনটি টেস্টে হেরে তা ৬০ শতাংশের নীচে নেমে গিয়েছিল। এই সিরিযে এখনও চারটি টেস্ট বাকি। যে দল সিরিজ জিতবে তাদের টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলা প্রায় নিশ্চিত। সেই লক্ষ্যেই এগোচ্ছে ভারত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন