২২ বছরের আন্তর্জাতিক কেরিয়ার তাঁর। ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৯৭৩টি উইকেট নিয়েছেন তিনি। একমাত্র পেসার হিসাবে টেস্টে ৭০০-র বেশি উইকেটে মালিক তিনি। ৪২ বছরের সেই জেমস অ্যান্ডারসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে অবশেষে আইপিএল খেলতে উদ্যোগী হয়েছেন। এ বার নিলামে নামবেন তিনি। এই প্রতিযোগিতায় খেলে ক্রিকেটের জ্ঞান বৃদ্ধি করতে চান অ্যান্ডারসন।টি-টোয়েন্টিকে সাধারণত তরুণদের খেলা বলা হয়। আইপিএলেও প্রতি বছর অনেক তরুণ ক্রিকেটার নজর কাড়েন। সেই প্রতিযোগিতায় এ বার নামতে চান অ্যান্ডারসন। তাঁর একটি বিশেষ কারণ রয়েছে। আইপিএলের অভিজ্ঞতা সঞ্চয় করতে চান তিনি। অ্যান্ডারসন বলেন,"আমার মনে হয় এখনও আমি খেলার ক্ষমতা রয়েছে। আইপিএলে কোনও দিন খেলিনি। এই অভিজ্ঞতা আমাকে আরও কিছু দিন খেলা চালিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন