দেশের প্রয়োজনে অবসর ভেঙে মাঠে ফিরতে রাজি ডেভিড ওয়ার্নার। দেশের প্রয়োজনে ভারতের বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফি খেলবেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার। শুধু মুখের কথা নয়, নিজেকে প্রস্তুত রাখতে শেফিল্ড শিল্ডে খেলার কথা বলেছেন অস্ট্রেলীয় ওপেনার।
গত জানুয়ারিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ওয়ার্নার। সাড়ে ন'মাস পরেই সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা জানালেন। ভারতের বিরুদ্ধে টেস্ট খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। এক সাক্ষাৎকারে ওয়ার্নার বলেছেন, "আমাকে দরকারে সব সময় পাওয়া যাবে। শুধু একটা ফোনের অপেক্ষা। আমি সব সময় তৈরি। আমাদের দল ফেব্রুয়ারি মাসে শেষ লাল বলের ক্রিকেট খেলেছে। তাই আমার পরিস্থিতি বাকিদের মতোই। ওরা যদি মনে করে ভারতের বিরুদ্ধে সিরিজ়ে আমাকে প্রয়োজন, তা হলে আমি খুশি মনেই শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলব।" ওয়ার্নার আরও বলেছেন, "টেস্ট ক্রিকেট থেকে আমার অবসরের সিদ্ধান্ত সঠিক ছিল। কারণ সত্যিই শেষ করতে চেয়েছিলাম। তবে প্রয়োজন হলে আমি আবার মাঠে নামার জন্য তৈরি। আমি পালিয়ে যাওয়ার ছেলে নই।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন