রোহিত শর্মা, বিরাট কোহলিরা টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন আগেই। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবে বেশ কিছু তরুণ ক্রিকেটারদের ইতিমধ্যে দলে নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চারটে টি-টোয়েন্টি খেলতে নভেম্বরের শুরুতে প্রোটিয়া সফরে যাচ্ছেন সূর্যকুমার যাদবরা। তবে ওই সফরে গৌতম গম্ভীর নন, কোচ হয়ে যাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। ৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি। সিরিজের শেষ ম্যাচ ১৫ নভেম্বর। ভারতীয় টিম এখন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে। ওয়াংখেড়েতে সিরিজের শেষ তথা তৃতীয় টেস্ট হবে ১-৫ নভেম্বর। যা শোনা যাচ্ছে, তাতে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্য রওনা দেবে ৩ কিংবা ৪ নভেম্বর। তাছাড়া কোচ গম্ভীর অস্ট্রেলিয়া সফরের জন্য বেশি ফোকাস করছেন। রোহিত শর্মা, বিরাট কোহলিদের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই উড়ে যাওয়ার কথা। ফলে দক্ষিণ আফ্রিকা সফরে কোচ হিসেবে ভিভিএসকেই পাঠানো হচ্ছে। ভারতীয় দলের কোচ হিসেবে এর আগেও অনেক সফরে গিয়েছেন ভিভিএস। রাহুল দ্রাবিড়ের সময়ে বেশ কিছু সফরে কোচ হিসেবে দারুণ কাজও করেছেন তিনি। শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন ভিভিএস। শোনা গেল, দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে গম্ভীরের সঙ্গে একপ্রস্থ আলোচনাও নাকি হয়েছে ভিভিএসের। বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে ৩-০ সিরিজ জিতেছিলেন সূর্যকুমার যাদবরা। ওই সিরিজের টিমই প্রায় রাখা হচ্ছে বলেই খবর। সঞ্জু স্যামসন দুরন্ত সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে। সঞ্জুর ইনিংস টি-টোয়েন্টিতে টিমে আপাতত তাঁর জায়গা নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তিনি সেই ফর্ম ধরে রাখতে পারেন কি না, সেদিকেই তাকিয়ে ক্রিকেট ভক্তরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন