. কান পাতলেই বলিউডের অন্দরে তাঁর সংসার ভাঙার জল্পনা শোনা যাচ্ছে। আট বছরের বিবাহিত জীবনে ছেদ পড়তে চলেছে। উর্মিলা মাতন্ডকর তাঁর ১০ বছরের ছোট দাম্পত্যসঙ্গী মহসিন আখতার মিরের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদ চেয়ে মামলা করেছেন বলে গুঞ্জন। এমন সময় আর একটি গুঞ্জনে নাম জড়িয়েছে নব্বইয়ের দশকের লাস্যময়ী এই অভিনেত্রীর। যিনি বেশ কয়েক বছর বলিউড থেকে বিরতি নিয়েছেন। তবে তাঁর বৈবাহিক জীবনে টালমাটাল অবস্থার মাঝেই রুপোলি পর্দায় ফিরতে চাইছেন উর্মিলা। এমনটাই শোনা গিয়েছে বলিপাড়ায়। সর্বশেষ খবর, সলমন খানের বিগ বসের ১৮তম পর্বে প্রতিযোগী হিসাবে দেখা যেতে পারে ঊর্মিলাকে। কারণ বেশ কিছু দিন আগেই 'লাইট ক্যামেরা অ্যাকশনের' জগতে ফিরতে চাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন অভিনেত্রী। এমনকি ওটিটিতেও আত্মপ্রকাশের আগ্রহ দেখিয়েছিলেন তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন