দুর্ঘটনার মুখে পড়ল কর্নাটকের মাইসুরু থেকে বিহারের দ্বারভাঙাগামী বাগমতী এক্সপ্রেস। শুক্রবার রাতে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের অদূরে একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষে বেলাইন হয়ে যায় ট্রেনটির তিন কামরা। দু'টি কামরায় আগুনও ধরে যায় বলে খবর পাওয়া গিয়েছে। স্থানীয় সূত্রের খবর, কাভারাইপেট্টাই রেলওয়ে স্টেশনের কাছে ওই মালগাড়িটি দাঁড়িয়ে ছিল। সে সময় দ্রুতগতির বাগমতী এক্সপ্রেস মালগাড়িটিকে ধাক্কা মারে। সংঘর্ষের কারণে আগুন লেগে যায় দু'টি কামরায়। ঘটনায় বেশ কয়েক জন হতাহত হয়েছেন বলে স্থানীয় একটি সূত্র খবর পাওয়া গিয়েছে। তবে রেল মন্ত্রকের তরফে এখনও কিছু জানানো হয়নি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন