খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয়েছিল। সেই চিন্নাস্বামীতেই দুদিনের মাথায় সেঞ্চুরির কাছে পৌঁছে গেলেন ঋষভ পন্থ। ভয়ংকর গাড়ি দুর্ঘটনার পর মাঠে ফিরে দ্বিতীয় টেস্ট সিরিজ খেলছেন এই তারকা উইকেটকিপার। আগের সিরিজে সেঞ্চুরি এসেছিল তাঁর ব্যাট থেকে। আবারও কঠিন সময়ে আগ্রাসী ইনিংস খেলে বেঙ্গালুরু টেস্টে দলকে বিপদ থেকে টেনে তুললেন। নিজে খোঁড়ালেও দলের সুবিধাজনক জায়গায় পৌঁছে দিলেন এই ব্যাটার। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি হল না পন্থের। অন্যদিকে, ১৫০ রান করে নজির গড়লেন সরফরাজ খান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ রান ছিল পন্থেরই। কিন্তু তার পরেই সমস্যায় পড়েন তারকা উইকেটকিপার। কিউয়ি ইনিংস চলাকালীন আচমকাই হাঁটুতে লাগে তাঁর। সঙ্গে সঙ্গেই খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় পন্থকে। পরিবর্ত উইকেটকিপার হিসাবে মাঠে নামে ধ্রুব জুরেল। এই দৃশ্য দেখেই সংশয় তৈরি হয়, চলতি টেস্টে কি আর নামতে পারবেন পন্থ? কারণ উইকেটকিপিং নয়, ব্যাট হাতেও তাঁর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন