আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ডে সুবিচারের দাবি জারি রেখে প্রায় ৫৮ দিন পর অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করলেন জুনিয়র ডাক্তাররা। এবার সরকারকে নিজেদের দাবি পূরণের জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দিলেন তাঁরা। এই মুহূর্তে তাঁদের মূল দাবি, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের অপসারণ। দশ দফা দাবি সামনে রেখে আন্দোলন শুরু করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। রোগীর স্বার্থে কর্মবিরতি প্রত্যাহার করে নিলেন তাঁরা। আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার বলেন, "আমাদের এই অবস্থান মঞ্চে একটি ঘড়ি থাকবে। প্রতিটি সেকেন্ড মিনিটের হিসেব হবে। ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে অনশন শুরু করব। নিজেদের জীবন বাজি রাখব।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন