চিন্নাস্বামীতে ধাক্কা খেল টিম ইন্ডিয়া! বেঙ্গালুরুতে গত বুধবার ভারত-নিউ জিল্যান্ড, প্রথম টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। আর দ্বিতীয় দিন ভারতকেই ধুয়ে দিল নিউ জিল্যান্ডের পেসাররা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত গুটিয়ে গেল মাত্র ৪৬ রানে! ঘরের মাঠে এটাই ভারতের সর্বনিম্ন রান। দুই কিউয়ি পেসার হেনরি, উইলিয়াম ও'রোক ভারতীয় ব্যাটারদের শিরদাঁড়া ভেঙে গুঁড়িয়ে দিলেন। বৃষ্টি ভেজা পিচে তাঁদের আগুনে গতিতে পুরো ঝলসে গেল টিম ইন্ডিয়া। হেনরি তুলে নিলেন ৫ উইকেট, ও'রোক পেলেন ৪ উইকেট! এক উইকেট টিম সাউদির। যে দলের স্কোরবোর্ডে ওঠে মাত্র ৪৬ রান, সেই দলের কেউই যে ব্যাট হাতে দাঁড়াতে পারেনি, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এদিন ৫ ব্যাটার ফিরলেন ০ রানে। বিরাট কোহলি, সরফরাজ খান, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন সেই তালিকায় রয়েছেন। দলের সবচেয়ে বেশি রান ঋষভ পন্থের (৪৯ বলে ২০), তারপরে থাকবেন যশস্বী জয়সওয়াল (৬৩ বলে ১৩)! ২০২৪ সালে এসে ভারত গুটিয়ে গেল ৪৬ রানে! শেষবার ভারত ঘরের মাঠে ৭৫ রানে অল-আউট হয়েছিল দিল্লিতে ১৯৮৭ সালে। ৯১ বছরে ভারতে এটাই টেস্টে সবচেয়ে কম স্কোর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন