টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই হেরে গেল ভারত। ব্যাটার এবং বোলারদের ব্যর্থতায় হারতে হল নিউ জিল্যান্ডের কাছে। আজ, শুক্রবার দুবাইয়ে কিউয়িদের কাছে ৫৮ রানে হেরেছে ভারত। প্রথম বার বিশ্বকাপ জয়ের স্বপ্নে প্রথম ম্যাচেই ধাক্কা খেলেন হরমনপ্রীত কউরেরা। নিউ জিল্যান্ডের তোলা ১৬০/৪-এর জবাবে ভারত আটকে শেষ হয়ে যায় ১০২ রানে। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিরুদ্ধে এটাই নিউ জিল্যান্ডের বৃহত্তম জয়।
টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউ জিল্যান্ডে। নিউ জিল্যান্ডে তোলা ১৬০ রান। জেস কেরকে প্রথম বলে চার মেরে এদিন শুরুটা ভাল করেছিলেন স্মৃতি মন্ধানা। ভারত প্রথম উইকেট হারায় দ্বিতীয় ওভারের প্রথম বলেই। ফেরেন শেফালি বর্মা (২)। এক ওপেনারকে হারিয়ে রানের গতি কমে যায় ভারতের। পঞ্চম ওভারে ফেরেন স্মৃতি (১২)। ষষ্ঠ ওভারে হরমনপ্রীত (১৫) ফিরতে চাপে পড়ে ভারত।
রানের গতি ক্রমশ কমছিল। ফলে সাহসী শট খেলতে গিয়ে একের পর এক উইকেট দিতে থাকেন ব্যাটারেরা। ব্যর্থ হন জেমাইমা রদ্রিগেস (১৩), রিচা (১২), দীপ্তি (১৩)।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন