চলতি বছর হচ্ছে না প্রাথমিক শিক্ষক নিয়োগের টিচার এলিজেবিলিটি টেস্ট (টেট) পরীক্ষা। সোমবার এমন খবর পাওয়া গিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। পর পর দু-বছর পরীক্ষা হওয়ার পর এ বার টেট না হওয়ার কারণ হিসাবে আইনি মামলা এবং পূর্বে পাশ করা চাকরিপ্রার্থীদের নিয়োগ না হওয়াকেই দায়ী করেছেন পর্ষদ সভাপতি গৌতম পাল।
২০১৪সালে টেট পাশ করা চাকরিপ্রার্থীরা আজও ধর্মতলায় ধরনা মঞ্চে বসে রয়েছেন। চাকরির দাবি নিয়ে চলছে তাঁদের লাগাতার এই ধরনা। এর পাশাপাশি অপেক্ষায় রয়েছেন ২০১৭, ২০২২-এর চাকরিপ্রার্থীরা। তার পাশাপাশি ২০২৩ সালে যে টেট পরীক্ষা হল, তার ফলও এখনও প্রকাশ হয়নি। ফলে আগে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হলেই আগামিদিনে টেট পরীক্ষা হবে বলে জানা যাচ্ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন