মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগে ইতিমধ্যে সাসপেন্ড হয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। এবার তাঁকে তলব করল বরানগর থানা। পুলিশের তলবে সাড়া দিয়ে সোমবার দুপুর দেড়টা নাগাদ এক সঙ্গীর বাইকে করে বরানগর থানায় পৌঁছন তিনি। এরপর, সোজা তদন্তকারী পুলিশ অফিসারের ঘরে ঢুকে যান তন্ময়।
পুলিশ সূত্রে খবর, সেখানে দীর্ঘ সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও, থানায় প্রবেশ করার সময় এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। শুধু তন্ময় ভট্টাচার্য বলেন, "এখনও জিজ্ঞাসাবাদের পর্ব শেষ হয়নি। তাই এখনই কিছু বলব না। জিজ্ঞাসাবাদ শেষ হলেই যা বলার বলব। "শ্লীলতাহানিতে অভিযুক্ত সিপিএমের এই সাসপেন্ড হওয়া নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য দুটি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ। এর আগে রবিবারও একপ্রস্থ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। সেই জিজ্ঞাসাবাদের বিষয়টি তিনি তাঁর দলকে জানিয়েও দিয়েছিলেন বলে খবর সিপিএম সূত্রে খবর। রবিবারের পর ফের সোমবার তাঁকে তলব করল বরানগর থানা। ইতিমধ্যে ঘটনাটি নিয়ে তিনি আইনজীবীর পরামর্শও নিয়েছেন বলে জানা গিয়েছে তন্ময়ের ঘনিষ্ঠ মহল সূত্রে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন