কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বঙ্গ সফরের মাঝেই বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন শুভেন্দু অধিকার। 'বাম এবং অতিবামেরা জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অপমৃত্যু ঘটিয়েছে। চিকিৎসকদের আন্দোলনের শুরুটা বেশ ভাল হয়েছিল, কিন্তু ফিনিশিংটা খুব খারাপ।' বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কথায়, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে বৈঠক করা ঠিক হয়নি। জুনিয়র চিকিৎসকদের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসাটাই বড় ভুল। বাম এবং অতিবামেরা জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে ভুল পথে পরিচালিত করেছে। রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপিকে বাদ দিয়ে সরকারকে চাপে ফেলা যাবে না। আমরা কালীপুজোর পর আরজিকর ইস্যুতে বড়সড় আন্দোলনে নামছি। ইতিমধ্যেই আমাদের ৫০ লক্ষ গণ স্বাক্ষর সংগ্রহ প্রক্রিয়া শেষ হয়েছে। সেই গণস্বাক্ষর এক কোটি পূর্ণ করে আমরা শীঘ্রই রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের কাছে গিয়ে জমা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করব।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন