স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও গ্রুপ ডি দুর্নীতি মামলায় ‘মিডলম্যান’ প্রসন্ন কুমার রায়ের ১৬৩.২০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা। আজ, শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এই প্রসঙ্গে জানান হয়েছে, প্রসন্ন এবং তাঁর স্ত্রীর নামে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি-র নিয়োগ দুর্নীতি মামলায় মধ্যস্থতাকারী প্রসন্ন রায় ও তার স্ত্রী শ্রীমতী কাজল সোনি রায় এবং তাদের সংস্থার নামে থাকা হোটেল রিসর্ট ও স্থাবর সম্পত্তি যার পরিমান ১৬৩ কোটি। এখনও পর্যন্ত এই মামলায় ইডি ৫৪৪.৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করবে ইডি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন