অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্টে খেলতে পারবেন না ভারতীয় টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মা! সূত্রের খবর, বর্ডার-গাভাসকর ট্রফির শুরুর দিকের দুটি টেস্টের মধ্যে একটিতে খেলতে পারবেন না ভারত অধিনায়ক। ব্যক্তিগত কারণেই টেস্ট থেকে সাময়িক বিরতি নিতে পারেন রোহিত, এমনটাই খবর পাওয়া গিয়েছে বিসিসিআই সূত্রে। তবে এই বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছু ঘোষণা হয়নি এখনও। আগামী ২২ নভেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফি। পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত এবং অস্ট্রেলিয়া। সেই সিরিজের প্রথম দিকের দুটো টেস্টের মধ্যে একটা থেকে ছুটি নিতে পারেন রোহিত। ২২ নভেম্বর পারথে শুরু হচ্ছে সিরিজ। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর, অ্যাডিলেডে। দুটো টেস্টের মধ্যে যেকোনও একটায় রোহিতকে পাবে না টিম ইন্ডিয়া। তবে কোন টেস্ট থেকে রোহিত ছুটি নিচ্ছেন, সেই নিয়ে স্পষ্ট করে এখনও কিছু জানা যায়নি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন