ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে খেলতে পারবেন না ক্যামেরুন গ্রিন। এবার চোট সারাতে অস্ত্রোপচার করাতে হবে তাঁকে। কমকরে ৬ মাস মাঠের বাইরে থাকতে হবে অস্ট্রেলিয়ার অলরাউন্ডারকে। গ্রিনকে ছাড়াই রোহিত শর্মাদের বিরুদ্ধে খেলতে হবে প্যাট কামিন্সদের। ২২ নভেম্বর থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ টেস্টের সিরিজ। টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা নিশ্চিত করার জন্য দু’দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিরিজ। অস্ট্রেলিয়ার টেস্ট দলের ভারসাম্যের ক্ষেত্রে গ্রিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাটিং অর্ডারের উপরের দিকে খেলতে পারেন। নতুন বল হাতেও তিনি সমান কার্যকর। বর্ডার-গাওস্কর ট্রফি থেকে তাঁর ছিটকে যাওয়া নিশ্চিত ভাবে অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা। একই সঙ্গে বাড়তি সুবিধা পেতে পারেন রোহিতেরা।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সে দেশের ক্রিকেট সংস্থা) সোমবার এক বিবৃতিতে গ্রিনের না খেলার কথা জানিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন