গতকাল মাঠে নামতে পারেন নি ঋষভ পন্থ। তাঁর বদলে ভারতের হয়ে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনে উইকেটের পিছনে রয়েছেন ধ্রুব জুরেল। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন ঋষভের যে পায়েকয়েক মাস আগে অস্ত্রোপ্রচার হয়েছিল, সেই পায়েই আবার চোট পেয়েছেন ভারতীয় তারকা। সেই কারণেই তাঁর ফিটনেস নিয়ে উদ্বেগটা একটু বেশিই। তাই ঋষভ আজও কিপিংয়ে নামেননি। বিসিসিআইয়ের তরফে তৃতীয় দিনের খেলা শুরুর আগেই পন্থের আপডেট দেওয়া হয়। সেখানে লেখা হয়, 'ঋষভ পন্থ ম্যাচের তৃতীয় দিন উইকেটকিপিং করবেন না। বিসিসিআইয়ের মেডিক্যাল দল ওঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখছে।'
এই বছরের শুরুতেই গাড়ি দুর্ঘটনার ভয়ানক স্মৃতি পিছনে ফেলে মাঠে ফিরেছেন ঋষভ পন্থ। সেই দুর্ঘটনার পর ডান হাঁটুতে অস্ত্রোপ্রচার হয়েছিল পন্থের। সেই হাঁটুতেই আবারও চোট পেয়েছেন তিনি। চা পানের বিরতির পর রবীন্দ্র জাডেজার একটি বল খেলতে গিয়ে ফস্কান ডেভন কনওয়ে। সেই বলটি পন্থও ঠিকমতো গ্রিপ করতে পারেননি। সেটি গিয়ে আছড়ে পড়ে তাঁর ডান হাঁটুতে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন