আরজি কর হাসপাতালে দুর্নীতির তথ্য সন্ধানে আরও জোর তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। আর্থিক দুর্নীতির অভিযোগে গত বৃহস্পতিবার আশিস পাণ্ডেকে গ্রেফতার করে সিবিআই। ইতিমধ্যেই সিবিআই-এর হেফাজতে রয়েছেন সন্দীপ ঘোষ। শনিবার ফের সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিওআই।
সূত্রের খবর অনুযায়ী, প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে আজ জেরা করা হবে সন্দীপ ঘোষকে। অন্যদিকে সিবিআই দফতরে জেরা চলছে আশিসের। আদালতের অনুমতি নিয়েই দুর্নীতি নিয়ে আজ জেরা করা হবে সন্দীপকে। জানা গিয়েছে, বেশ কয়েকজনের বয়ান থেকে সন্দীপ ও আশিসের যোগসাজস নিয়ে তথ্য এসেছে সিবিআইয়ের হাতে। এই সমস্ত তথ্য যাচাই করতেই সন্দীপকে জেরা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন