চিকিৎসক দেবাশিস সোম ও সুজাতা ঘোষের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআইকে চিঠি লিখে জানিয়ে দিল স্বাস্থ্যদপ্তর। পুজোর আগে, গত ৯ অক্টোবর সিবিআইয়ের পক্ষ থেকে স্বাস্থ্যদপ্তরকে যে চিঠি দেওয়া হয়েছিল, তারই উত্তরে স্বাস্থ্যদপ্তরের কর্তা সিবিআইকে এই তথ্য জানান। ওই দুই চিকিৎসক আর জি করের অ্যানাস্থেশিওলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. সুজাতা ঘোষ ও ফরেনসিক মেডিসিনের ডেমনস্ট্রেটর ডা. দেবাশিস সোম আর জি করের প্রাক্তন অধ্যক্ষ ডা. সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলেই পরিচিত। ওই দুই চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ জানিয়ে স্বাস্থ্যদপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি দেয় সিবিআই।
স্বাস্থ্যদপ্তরকে পাঠানো ওই চিঠিতে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার এক ডিআইজি পদমর্যাদার আধিকারিক দাবি জানান যে, আর জি করে বিভিন্ন সামগ্রী ক্রয়, হাউস স্টাফ নিয়োগের মতো বিষয়গুলিতে যে দুর্নীতি ধরা পড়েছে, তার সঙ্গে এই দুই চিকিৎসকের ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে। এই তথ্য জানিয়ে দেবাশিস সোম ও সুজাতা ঘোষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সিবিআই। এই চিঠির উত্তরে স্বাস্থ্যকর্তা সিবিআইকে জানিয়েছেন যে, দুই চিকিৎসক দেবাশিস সোম ও সুজাতা ঘোষের উপর যে অভিযোগগুলি উঠেছে, তার উপরই ভিত্তি করে তাঁদের বিরুদ্ধে স্বাস্থ্যদপ্তর বিভাগীয় তদন্ত শুরু করেছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন