থ্রেট সিন্ডিকেট আটকাতে ব্যবস্থা নিল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযুক্ত ৫৯ জন ডাক্তারি পড়ুয়া সহ জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে মূলত ১৪ ধরনের অভিযোগ পেয়েছেন তদন্ত কমিটির ৭ জন সদস্য। তদন্ত শেষে শনিবারই থ্রেট কালচার, যৌন হয়রানির মতো অভিযোগে অভিযুক্ত দশ জন ডাক্তারি পড়ুয়াকে আরজিকর হাসপাতাল থেকেই বহিষ্কার করা হয়েছে। এমন কি, শাস্তি পাওয়া এই জুনিয়র চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাতিল হবে কি না, তা মূল্যায়ন করে দেখতে মেডিক্যাল কাউন্সিলকেও সুপারিশ করেছে তদন্ত কমিটি৷ বাকি অভিযুক্তদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। যে দশ জন চিকিৎসকের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, তাঁরা হলেন, সৌরভ পাল, আশিস পাণ্ডে, অভিষেক সেন, আয়ুশ্রী থাপা, নির্জন বাগচি, শরিফ হাসান, নীলাঙ্গি দেবনাথ, অমরেন্দ্র সিং, সৎপাল সিং এবং তনভির আহমেদ কাজি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন