.সোমবার গভীর রাতে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তকে। এই খবর ছড়িয়ে পড়তেই এই অভিনেতার স্বাস্থ্যের হাল হকিকত খোঁজ পেতে উদগ্রীব হয়ে ওঠেন তাঁর অনুরাগীরা। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছিল, বর্ষীয়ান অভিনেতা হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার হাসপাতালের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, রজনীকান্তের হৃৎপিণ্ডের মূল রক্তবাহিকায় সমস্যা দেখা দেয়। তবে চিকিৎসার জন্য অভিনেতার কোনও অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। ট্রান্স ক্যাথেটার পদ্ধতির মাধ্যমে ৭৬ বয়সি অভিনেতার চিকিৎসা করা হয়েছে এবং একটি স্টেন্ট বসানো হয়েছে। ওই বিবৃতিতেই হাসপাতালের তরফে থলাইভার অনুরাগীদের ধন্যবাদ জানানো হয়েছে। এ বার অভিনেতার স্বাস্থ্যের খোঁজ নিতে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে ডিএমকে নেতা কে আন্নামালাই জানান, রজনীকান্তের স্ত্রী লতার সঙ্গে ফোনে প্রধানমন্ত্রীর কথা হয়েছে। কেমন আছেন সুপারস্টার, সেই সংক্রান্ত সমস্ত তথ্য মোদিকে জানানো হয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনিও। এর পাশাপাশি অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন বন্ধু কমল হাসান।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন