ঘরের মাঠে ভারতকে সামলানোর জন্য তৈরি হচ্ছেন নিউ জ়িল্যান্ডের রাচিন রবীন্দ্র।
বুধবার থেকে বেঙ্গালুরুতে শুরু হবে প্রথম টেস্ট। চিন্নাস্বামী স্টেডিয়াম এক রকম ঘরের মাঠ ভারতীয় বংশোদ্ভূত রাচিনের কাছে। এই শহরেই থাকেন তাঁর ঠাকুরদা। একটা সময় থাকতেন মা-বাবাও। গত বছর বিশ্বকাপ খেলতে এসে ঠাকুরদার সঙ্গে দেখা করে গিয়েছিলেন নিউ জিল্যান্ডের এই তরুণ অলরাউন্ডার। সাংবাদিকদের রাচিন বলেছেন, "টেস্ট খেলা একটা আলাদা অনুভূতি। এই শহরের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক আছে। জানি, গ্যালারিতে পরিচিত অনেকেই থাকবেন। বাবা তো থাকবেনই।"
বেঙ্গালুরু টেস্টে ভাল কিছু করতে হলে ভারতের দুই স্পিনারকে যে সবার আগে সামলাতে হবে, তা জানেন রাচিন। এই দুই স্পিনার হলেন অফস্পিনার আর. অশ্বিন এবং বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাডেজা। রাচিন বলেন, ‘ভারতের হাতে এমন বোলার আছে, যারা ঘণ্টার পর ঘণ্টা এক জায়গায় বল রেখে যেতে পারে। অশ্বিন আর জাডেজা হল এমন দুই বোলার। দুই ভারতীয় স্পিনার মিলে টেস্টে আটশোরও বেশিউইকেট নিয়েছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন