আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় ফের এক জনকে গ্রেফতার করল সিবিআই। সন্দীপ ঘোষ ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত আশিস পাণ্ডে নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে তারা। সিবিআই সূত্রে খবর, ধৃত এই ব্যক্তি তৃণমূলের ছাত্রনেতা। এর আগে এক দিন সিবিআইয়ের দফতরে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিল বলে সিবিআই সূত্রে খবর। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ। এ বার এই মামলায় গ্রেফতার হলেন আশিস। এখন পর্যন্ত এই মামলায় পাঁচ জনকে গ্রেফতার করেছে সিবিআই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন