এবার সরকারিভাবে নির্বাচনী রাজনীতিতে পা রাখলেন প্রিয়াঙ্কা গান্ধী। রাহুল গান্ধীর ছেড়ে আসা ওয়ানড় আসনে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন সোনিয়াকন্যা। মঙ্গলবার নির্বাচন কমিশন ওয়ানড়ের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতেই ওই কেন্দ্রে প্রার্থী হিসাবে প্রিয়াঙ্কার নাম জানিয়ে দিল কংগ্রেস নেতৃত্ব। চব্বিশের লোকসভা ভোটে গান্ধী-গড় রায়বরেলি ও নিজের কেন্দ্র ওয়ানড়– দুটি আসন থেকেই লড়েন রাহুল গান্ধী। দুই আসনেই বিশাল ব্যবধানে জিতেছেন তিনি। একটি আসন তাঁকে ছাড়তেই হতো। শেষ পর্যন্ত মায়ের ছেড়ে যাওয়া আসন রায়বরেলি রেখে ওয়ানড় ছাড়ার সিদ্ধান্ত নেন রাহুল। আর দাদার ছেড়ে যাওয়া সেই কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন