পার্থ চট্টোপাধ্যায়ের সুপারিশেই নাকি প্রাথমিকে ‘অযোগ্য’দের চাকরি হয়েছিল! সিবিআইয়ের সূত্রে এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, বিকাশ ভবন থেকে পাওয়া নথি ঘেঁটে দেখেই এই সংক্রান্ত তথ্য পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। প্রায় তিন বছর ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় বঙ্গ রাজনীতি। ২০২২ সালে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি। এর পরই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। তদন্তের স্বার্থে একাধিককে জেরা করা হয়। টানা তল্লাশি চালানো হয় বিকাশ ভবনে। প্রচুর নথি উদ্ধার করা হয়। তার মধ্যেই নাকি ছিল প্রার্থীদের তালিকা। সিবিআইয়ের দাবি, অযোগ্য প্রার্থীদের নামের তালিকা এক আমলাকে পাঠিয়েছিলেন পার্থ। সেই তালিকার কয়েকজন চাকরিও পেয়েছেন বলে খবর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন