পার্থ চট্টোপাধ্যায় এবং অয়ন শীলকে আবারও জেল হেফাজতে পাঠাল বিশেষ সিবিআই আদালত। শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে বিশেষ সিবিআই আদালতে হাজির করানো হয়েছিল বিতর্কিত এই দু'জনকে। সেখানেই বিচারক এই নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। জেলে গিয়ে সিবিআই পার্থকে জেরার আবেদন জানিয়েছে কোর্টে। মামলার পরবর্তী শুনানি ৭ অক্টোবর। ওই দিন পর্যন্ত জেল হেফাজতে থাকবেন পার্থ এবং অয়ন। পার্থ এখন প্রেসিডেন্সি জেলের হাসপাতালে রয়েছেন। অয়নও জেলবন্দি। গত ১ অক্টোবর বিশেষ সিবিআই আদালতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে হাজির করানো হয়। তার পর তাঁকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারের আবেদন জানায় সিবিআই। সেই আবেদন মঞ্জুর করে আদালত। তার পরেই পার্থকে গ্রেফতার করে সিবিআই। পার্থের পাশাপাশি নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত অয়নকেও আদালতে হাজির করানোর পর গ্রেফতার করে কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। যদিও ওই দিন দু'জনকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আলাদা করে আবেদন জানায়নি সিবিআই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন