মাত্র ৪৬ রানে অলআউট ভারত। সেই ব্যাটিং ব্যর্থতা সামলে আর ঘুরে দাঁড়াতে পারল না রোহিত বাহিনী। বেঙ্গালুরু টেস্টের প্রথম দিনে ব্যাটিং মুখ থুবড়ে পড়ার পরে কার্যত দিশাহীন বোলিং করলেন জশপ্রীত বুমরাহরা। দিনের শেষে ১৮০ রান তুলে ফেলেছে নিউজিল্যান্ড। হারিয়েছে তিন উইকেট। অল্পের জন্য সেঞ্চুরি ফস্কান কিউয়ি ওপেনার ডেভন কনওয়ে। প্রথম দিনের শেষে আপাতত ১৩৪ রানের লিড রয়েছে নিউজিল্যান্ডের হাতে। অপরদিকে কার্যত ধুঁকছে রোহিত ব্রিগেড। ৪৬ রানে ভারতের ইনিংস গুটিয়ে যাওয়ার পরেও ক্রিকেটপ্রেমীরা আশাবাদী ছিলেন, ঘুরে দাঁড়াবে টিম ইন্ডিয়া। কারণ দিনকয়েক আগেই হেড কোচ গৌতম গম্ভীর বলেছিলেন এবার থেকে ম্যাচ জেতাবেন বোলাররাও। তাই সমর্থকরা আশায় বুক বেঁধেছিলেন, হয়তো কিউয়ি ব্যাটারদের সমস্যায় ফেলবেন বুমরাহ-অশ্বিনরা। কিন্তু বাস্তবে হল তার উলটো। অধিনায়ক টম ল্যাথাম মাত্র ১৫ রান করে প্যাভিলিয়নে ফিরলেও কনওয়ে দুরন্ত ব্যাটিং করেন। ৯১ রান করেন তিনি। ৩৩ রানের ইনিংস আসে উইল ইয়ংয়ের ব্যাট থেকেও।
কিউয়ি পেসারদের দাপটে অসহায় আত্মসমর্পণ করেছিল ভারতের ব্যাটিং লাইন আপ। কিন্তু বিপক্ষের একটি উইকেটও তুলতে পারেননি বুমরাহ-মহম্মদ সিরাজরা। নিউজিল্যান্ড প্রথম দিনের শেষে তিন উইকেট হারিয়েছে, তিনটিই গিয়েছে স্পিনারদের ঝুলিতে। অশ্বিন, জাদেজা এবং কুলদীপ- প্রত্যেকেই একটি করে উইকেট পেয়েছেন। দ্বিতীয় দিন খেলতে নেমে কি ঘুরে দাঁড়াতে পারবে ভারত? নাকি টেস্ট হারতে হবে কিউয়িদের কাছে?
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন