গভীর নিম্নচাপ, ঘূর্ণাবর্ত। ফের দুর্যোগের আশঙ্কা বঙ্গে, তেমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। আগামী ২৪ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে ইতিমধ্যে জেলাগুলিকে সতর্ক করল নবান্ন।
নবান্নের বিশেষ বৈঠকে একাধিক নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। নবান্ন সূত্রে খবর, এই বৈঠকে মুখ্য সচিবের নির্দেশ "এখন থেকেই আপনারা প্রস্তুতি নিতে শুরু করুন। বাঁধগুলির কী অবস্থায় রয়েছে তা সরেজমিনে পরিদর্শন করুন।" বন্যা পরিস্থিতির জেরে ইতিমধ্যেই বিধ্বস্ত রাজ্যের বেশ কয়েকটি জেলা। এবার দুর্যোগের আগেই তাই ত্রাণ মজুদ রাখার নির্দেশ দিলেন মুখ্য সচিব।
নবান্নের বৈঠকে মুখ্য সচিবের নির্দেশ, "প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী মজুত করে রাখুন।" উপকূলবর্তী অঞ্চলগুলিকে বিশেষভাবে সতর্ক করা হল নবান্নের তরফে। জেলাশাসকদের নির্দেশ মুখ্য সচিবের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন