বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলবেন লিয়োনেল মেসি। ২০২২ সালে তাঁর নেতৃত্বেই বিশ্বকাপ ঘরে তোলে আর্জেন্টিনা। এ বার ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলবেন তিনি। ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলতে দেখা যেতে পারে এই তারকা ফুটবলারকে। জুলাই মাসে কোপা আমেরিকার ফাইনালে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন মেসি। তার পর থেকে দেশের হয়ে আর খেলতে পারেননি। ৩৭ বছরের মেসি চোট সারিয়ে দলে ফিরছেন। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ ভেনেজুয়েলা এবং বলিভিয়ার বিরুদ্ধে। সেই দু-টি ম্যাচে মাঠে নামবেন মেসি। এর আগে চিলি এবং কলোম্বিয়ার বিরুদ্ধে যোগ্যতা অর্জন পর্বে খেলতে পারেননি তিনি। আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি বলেন, "মেসি এখন সুস্থ। গত কয়েক সপ্তাহে ইন্টার মায়ামির হয়ে খেলেছে। সুস্থ হওয়ার জন্য সময় চেয়েছিল মেসি। সেই কারণেই ওকে আগের ম্যাচগুলো খেলার জন্য দলে ডাকা হয়নি। দলের সঙ্গে অনুশীলন করছে মেসি। আর্জেন্টিনার জার্সিতে খেলার জন্য তৈরি হচ্ছে ও। ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলবে মেসি।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন