জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সংহতির বার্তা দিতে কিছু দিন আগেই একাধিক সরকারি হাসপাতালের সিনিয়র ডাক্তারেরা 'গণইস্তফা'-র সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এই ইস্তফা সরকারের কাছে কোনও গ্রাহ্য হবে না। এদিন বিকেলে সাংবাদিক বৈঠক ডেকে এ কথা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "প্রতিটি ক্ষেত্রেই 'গণইস্তফা'-র কথা উল্লেখ রয়েছে। সার্ভিস রুল অনুসারে, ইস্তফাপত্র অবশ্যই ব্যক্তিগত ভাবে দিতে হয়। না হলে সেটি পদত্যাগপত্র নয়।এই 'গণইস্তফা' কোনও গ্রাহ্য পদত্যাগ নয়। এই বিষয়ে সরকার বিভ্রান্তি দূর করতে চায়। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে এগুলি জমা পড়েছে।" প্রশাসনিক মহলের একাংশের ব্যাখ্যা, শনিবারের সাংবাদিক বৈঠকের মাধ্যমে প্রকারান্তরে সিনিয়র ডাক্তারদের বার্তা দেওয়া হল— ইস্তফা দিতে চাইলে তা বৈধ ভাবে দিতে হবে, এবং তখন সরকার তা বিবেচনা করে দেখবে। প্রয়োজনে গ্রহণও করবে। নবান্ন মনে করছে, 'গণইস্তফা' দেওয়ার নামে সরকারের উপর রাজনৈতিক চাপ তৈরি করা হচ্ছে এবং সমাজমাধ্যমে প্রচার করা হচ্ছে। প্রশাসনিক আধিকারীকদের কেউ কেউ মনে করছেন, এই ঘোষণার মারফত এটাও বুঝিয়ে দেওয়া হল যে প্রয়োজনে নবান্ন বা স্বাস্থ্য ভবন যুদ্ধং দেহি মনোভাব নিতে পারে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন