স্বাস্থ্যক্ষেত্রে অচলাবস্থা কাটাতে তৎপর রাজ্য প্রশাসন। সোমবার বিকেলে নবান্নে বৈঠকের জন্য সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও শর্ত না মেনেই বৈঠকে যোগ দিতে যাওয়ার সিদ্ধান্তে এখনও অনড় জুনিয়র ডাক্তাররা। অচলাবস্থা কাটাতে আদৌ জুনিয়র ডাক্তাররা চাইছেন কিনা, তা নিয়েই তৈরি হয়েছে সংশয়। এই পরিস্থিতিতে ফের তৃণমূল নেতা কুণাল ঘোষের নিশানায় আন্দোলনকারী দুই জুনিয়র চিকিৎসক। মঙ্গলবার স্বাস্থ্য ধর্মঘটের নামে কোনও রোগীর ক্ষতি হলে এফআইআর দায়েরের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা। কুণাল লেখেন, "যদি মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠক পরিকল্পিতভাবে অন্যায্য জেদে ভেস্তে দিয়ে মঙ্গলবার স্বাস্থ্য ধর্মঘটের নামে বিশৃঙ্খলার চেষ্টা হয়, তাহলে বাংলার কোনো রোগীর কোনো ক্ষতি হলে নিকটবর্তী থানায় ডাঃ দেবাশিস হালদার ও ডাঃ অনিকেত মাহাতোর নামে যেন FIR হয়। তাঁরাই চক্রান্তের মাতব্বর। তার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও চিকিৎসকের নাম যোগ করবেন। চিকিৎসা আপনার মৌলিক অধিকার। প্ররোচনা দিয়ে তা থেকে বঞ্চিত কার আইনত অপরাধ।" তাঁর মত, "অনশনের কারণে যদি জুনিয়রদের কারুর কোনো ক্ষতি হয়, তাহলেও মূলত এরা দুজন, এদের প্ররোচনাদাতারা দায়ী থাকবে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন