ফের রক্তাক্ত কাশ্মীর। সোনমার্গে এক চিকিৎসক ও ৬ পরিযায়ী শ্রমিককে গুলি করে হত্যা করল জঙ্গিরা। রবিবার সন্ধেবেলা নির্মীয়মাণ একটি ভূগর্ভস্থ পথের কাছে পরিযায়ী শ্রমিকদের উপর এই হামলার গজটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েক জন। এই গজটনার পরেই গোটা এলাকা ঘিরে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। নিরস্ত্র সাধারণ মানুষের উপর জঙ্গি হামলার নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
সূত্রের খবর, টানেল নির্মাণ কর্মীদের উপরেই হামলা চালিয়েছে জঙ্গিরা। সেখানেই ছিলেন ওই চিকিৎসক। গান্দেরওয়াল জেলায় গগনগীর থেকে সোনমার্গ অবধি তৈরি হচ্ছে ওই ভূগর্ভস্থ পথ। এদিনে হামলার খবর পাওয়ার পর এক্স হ্যান্ডেলে ঘটনার নিন্দা করে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি লেখেন, "সোনমার্গে পরিযায়ী শ্রমিকদের উপর নৃশংস এবং কাপুরুষোচিত হামলার অত্যন্ত দুঃখজনক খবর পেয়েছি। আক্রান্তরা এলাকার একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প নির্মাণে কাজ করছিলেন। জঙ্গি হামলায় ২ জনের (তখনও পর্যন্ত দুই শ্রমিকের মৃত্যুর খবর ছিল) মৃত্যু হয়েছে। আরও ২-৩ জন আহত হয়েছেন। আমি নিরস্ত্র নিরীহ মানুষের উপর এই হামলার তীব্র নিন্দা জানাই এবং তাঁদের প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন