আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পাল্টা সংগঠনের আত্মপ্রকাশ হতে চলেছে শনিবার। আজ বেলা তিনটে কলকাতা প্রেসক্লাবের সাংবাদিক সম্মেলন করে এই সংগঠনের আত্মপ্রকাশ হতে পারে। 'ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন' নাম হতে চলেছে এই নতুন সংগঠনের।আরজিকর হাসপাতালে হুমকি সংস্কৃতির সঙ্গে যাদের নাম জড়িয়ে,যাদের হাইকোর্টের নির্দেশে আরজিকর হাসপাতালে প্রবেশ করতে হয়েছে, মূলত ওই সমস্ত ডাক্তাররা এই সংগঠন তৈরি করছে বলে খবর পাওয়া গিয়েছে। সংগঠনের পেছনে তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যক্ষ মদত হয়েছে বলেও অভিযোগ। অন্য দিকে, রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে আবার চিঠি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। অবিলম্বে কেন্দ্রীয় বেড মনিটর করার ব্যবস্থা চালু করা নিয়ে উল্লেখ করা হয়েছে চিঠিতে। জরুরি ভিত্তিতে সরকারি হাসপাতালে রোগীদের বেড কত প্রয়োজন, সেটা নির্ধারণ করে দ্রুত বেড বাড়ানোর কথাও বলা হয়েছে। স্বচ্ছতা ও গুরুত্ব সহকারে প্রতিনিয়ত দালাল প্রথা, হুমকি সংস্কৃতির অবসান ঘটাতে আর্জি জানানো হয়েছে ওই চিঠিতে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন