অনশনরত জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাতেই তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আপাতত সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন তিনি। তাঁর চিকিৎসার জন্য ইতিমধ্যে পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বলে হসপিটাল সূত্রে খবর পাওয়া গিয়েছে। এমন অবস্থায় আরও জোরালো আন্দোলনের বার্তা দিল 'ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট'। জুনিয়র ডাক্তারদের মিলিত মঞ্চের তরফে দেবাশিস হালদার নাগরিক সমাজকে আহ্বান জানালেন সংহতির বার্তা নিয়ে আন্দোলনের পাশে দাঁড়াতে। শুক্রবার বিকেলে ধর্মতলার অনশনমঞ্চ সংলগ্ন অঞ্চলে এক সমাবেশের ডাক দিয়েছেন তাঁরা। শহরবাসীর উদ্দেশে দেবাশিসের বার্তা, “আমাদের সহযোদ্ধাদের লড়াই ও মানসিক দৃঢ়তার পাশে দাঁড়ান।"
নবমীর বিকেলে ধর্মতলার মোড়ে এই জমায়েতকে এক ‘মহাসমাবেশ’-এর রূপ দেওয়ার ডাক দিলেন জুনিয়র ডাক্তারেরা। ওই সমাবেশ যোগ দিতে আসা সাধারণ মানুষদের কাছে লিফলেট তুলে দেবেন তাঁরা। দেবাশিসের কথায়, সেখানে উল্লেখ থাকবে জুনিয়র ডাক্তারদের দাবিদাওয়ার কথা। উল্লেখ্য, জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবিতে আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষের কতটা যোগ রয়েছে— তা নিয়ে সম্প্রতি একটি মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। সে ক্ষেত্রে এই লিফলেট বিলি করে জুনিয়র ডাক্তারেরা বোঝাতে চাইছেন, এই দশ দফা আন্দোলন কেবলমাত্র তাঁদের নিজস্ব ‘'স্বার্থসিদ্ধি'-র আন্দোলন নয়। সাধারণ মানুষের দাবিদাওয়ার থেকে যে জুনিয়র ডাক্তারদের দাবিদাওয়া বিচ্ছিন্ন নয়, সেটাই সমাবেশ ও লিফলেটের মাধ্যমে কলকাতা তথা রাজ্যবাসীর কাছে পৌঁছে দিতে চাইছেন দেবাশিসেরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন